বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১২:০০ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের লিগ পর্বের পর আজ ২০ জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্লেঅফ পর্ব। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। বুধবার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আগামী শুক্রবার ফাইনাল অনুষ্ঠিত হবে। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে প্রথম পর্ব শেষ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রাম রয়্যালস ১২ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রাজশাহী ও চট্টগ্রাম। চট্টগ্রামের সমান ১২ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে আছে রংপুর রাইডার্স।

এলিমিনেটরে দলটির প্রতিপক্ষ সিলেট টাইটানস। ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে সিলেট। লিগ পর্ব থেকেই বাদ পড়েছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। প্লেঅফের সূচি (সব ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে)

পূর্ববর্তী নিবন্ধসিসিএস ক্লাব কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন
পরবর্তী নিবন্ধফুলকির নৃত্যাঞ্জলি প্রকল্পের পরিবেশনায় নৃত্য আয়োজন