বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ড মাঠে গড়াচ্ছে আজ। ঢাকা থেকে শুরু হয়ে চট্টগ্রাম এবং ঢাকা ঘুরে বিপিএল চলে যায় সিলেটে। সেখান থেকে আবার ফিরেছে ঢাকায়। এটি বিপিএলের শেষ রাউন্ড। আজ লিগ পর্বের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খেলাটি শুরু হবে দুপুর দেড়টায়। সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবে বরিশাল এবং ঢাকা।
এবারের বিপিএলের চতুর্থ রাউন্ড শেষে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে খুলনা। ৮ ম্যাচের ৪টিতে জিতে তাদের পয়েন্ট ৮। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। অপরদিকে পয়েন্ট তালিকার সবার উপরে বরিশাল। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। আর ঢাকার পয়েন্ট ৯ ম্যাচে ৯। তারা আছে তৃতীয় স্থানে। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর ৯ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার নিচে সিলেট সান রাইজার্স।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শেষ চারে যাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। যদি আজকের ম্যাচে ঢাকা হেরে যায় বরিশালের কাছে আর আগামীকাল চট্টগ্রাম যদি সিলেটকে হারাতে পারে তাহলে শেষ চারে যাবে চট্টগ্রাম। আর যদি আজকের ম্যাচে ঢাকা জিতে যায় তাহলে তাদের শেষ চার নিশ্চিত হয়ে যাবে। তখন বাদ পড়বে চট্টগ্রাম। কারণ এরই মধ্যে শেষ চার নিশ্চিত করেছে বরিশাল। খুলনা এবং কুমিল্লার রয়েছে দুটি করে ম্যাচ। তাদেরও শেষ চার নিশ্চিত বলা যায়। এখন কেবল ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে লড়াইটা হবে শেষ চারের একটি স্থানের জন্য। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোন চারটি দল শেষ চারে খেলা নিশ্চিত করে।