বিপিএলের এবারের আসর একেবারেই শেষের দিকে চলে এসেছে। এরই মধ্যে লিগের ৪৬ ম্যাচের ৪২ টি শেষ হয়ে গেছে। আর মাত্র চারটি ম্যাচ বাকি। যার দুটি অনুষ্ঠিত হবে আজ। বলা যায় মূলত আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের আসল পর্ব। ফাইনালে যাওয়ার লড়াই মূলত শুরু হচ্ছে আজ থেকেই। যেখানে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থান অর্জনকারী রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স। এই ম্যাচে বিজয়ী দলকে ফাইনালে যেতে অপেক্ষা করতে হবে কোয়ালিফায়ার–১ ম্যাচে কোন দল হারে তার জন্য। সে ম্যাচে পরাজিত দলের সাথে জিততে পারলে ফাইনালে জায়গা করে নেবে এলিমিনেটরে বিজয়ী দল। অপরদিকে কোয়ালিফায়ার–১ ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস। এই ম্যাচে বিজয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। তবে পরাজিত দলেরও সম্ভাবনা থাকবে ফাইনালে যাওয়ার। কারন সে দলকে খেলতে হবে এলিমিনেটর ম্যাচে পরাজিত দলের সাথে। সাত দলের এই টুর্নামেন্টের সেরা চার দল জায়গা করে নিয়েছে প্লে অফ পর্বে। যেখানে আজই বিদায় নিতে হবে একটিকে। একদল চলে যাবে ফাইনালে। দুই দলের ভাগ্য ঝুলে থাকবে ৫ ফেব্রুয়ারি কোয়ালিফায়ার–২ ম্যাচ পর্যন্ত। আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ফাইনাল। আজকে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হওয়া দুই দলের মধ্যে লিগ পর্ব শেষে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফরচুন বরিশাল। আর সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চিটাগাং কিংস। লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দু দল। যেখানে ২৪ রানে জিতেছিল চিটাগাং কিংস। এর আগের দেখায় বরিশাল ৬ উইকেটে হারিয়েছিল চিটাগাং কিংসকে। লিগ পর্বে দু দলের জয় পরাজয় সমানে সমান। এখন মুল পর্বে কে কাকে পরাজিত করতে পারে সেটাই দেখার বিষয়। যদিও দু দলই বেশ ভাল ফর্মে রয়েছে। অপরদিকে লিগ পর্বে টানা আট ম্যাচে জেতা রংপুর রাইডার্স শেষ চার ম্যাচে হেরেছে টানা। ফলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে তারা। অপরদিকে লিগ পর্বের শেষ দিনে ঢাকাকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স। লিগ পর্বের প্রথম দেখায় খুলনাকে তীব্র প্রতিদ্বন্দ্বীতার পর ৮ রানে হারিয়েছিল রংপুর। তকে দ্বিতীয় মোকাবেলায় খুলনা মধুর প্রতিশোধ নিয়েছে রংপুরকে ৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছ। বরিশাল এবং চিটাগাং এর মত খুলনা এবং রংপুরের অবস্থাও একই। লিগ পর্বে দু দলের জয় পরাজয় সমানে সমান। তবে এই দুই দল থেকে আজ এক দলকে বিদায় নিতে হবে। সেটাকি টানা চার ম্যাচে হারা রংপুর রাইডার্স নাকি অনেক কষ্টে শেষ দল হিসেবে প্লে অফে আসা খুলনা টাইগার্স তার জবাব পেতে অপেক্ষা করতে হবে আজ বিকেল পর্যন্ত। প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। দুটি ম্যাচই সম্প্রচার করবে জি টিভি এবং টি স্পোর্টস।