ক্রীড়া প্রতিবেদক
মেহেদি হাসান মিরাজ ও পাকিস্তানের শোয়েব মালিকের ব্যাটিং নৈপুণ্যে বিপিএলে ফরচুন বরিশাল ৫ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্সকে। টুর্নামেন্টে নিজেদের প্রথম চার ম্যাচ জয়ের পর প্রথম হারের স্বাদ নিলো খুলনা। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে খুলনা। ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে বরিশাল। সিলেট গতকাল দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে খুলনা ৮ উইকেটে ১৫৫ রান করে। অধিনায়ক আনামুল হক ১২ ও তিন নম্বরে নামা হাবিবুর রহমান সোহান ২ রানে আউট হন। অষ্টম উইকেটে দুই পাকিস্তানী মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফ মাত্র ২৪ বলে ৬৭ রানের জুটি গড়ে খুলনাকে ৮ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ এনে দেন। বরিশালের তাইজুল–মালিক ২টি করে উইকেট নেন। জবাবে বরিশালের আহমেদ শেহজাদ শূণ্য ও অধিনায়ক তামিম ইকবাল ১৮ বলে ২০ রান করেন। এরপর সৌম্য ২৬ ও মুশফিক ২৭ রান করেন। শেষ ২৫ বলে ৫৪ রান দরকার পড়ে বরিশালের। ষষ্ঠ উইকেটে ২৩ বলে অবিচ্ছিন্ন ৫৫ রান তুলে বরিশালকে দারুণ জয় উপহার দেন মালিক ও মিরাজ। মালিক অপরাজিত ৪১ এবং মিরাজ ১৫ বলে অনবদ্য ৩১ রান করেন। খুলনার ফাহিম ১৮ রানে ৩ উইকেট নেন। এদিকে টুর্নামেন্টের ছন্নছাড়া দল দুর্দান্ত ঢাকার বিপক্ষে জিতে পরের ম্যাচেই ফের মুখ থুবড়ে পড়েছে সিলেট স্ট্রাইকার্স। গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.৫ ওভারে ৮৫ রানেই গুটিয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। সিলেট ম্যাচ হারে ৭৭ রানের বড় ব্যবধানে।