বিপন্ন আবেগ

তারিফা হায়দার | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:১৬ পূর্বাহ্ণ

বাতাসের খিল খুলে উড়ে যাও

জলকণা নাকি উড়ন্ত মেঘ,

অনিমিখ দৃষ্টি আমার কেবলই চেয়ে রয়

এপারে পড়ে থাকে বিপন্ন আবেগ।

যতোটা কাছের ভাবিততোটা কাছের নও

দূর থেকেও আরো দূরের,

অসীম শূন্যতায় মোড়া অলীক ইচ্ছে আমার

খুঁজে বেড়ায় অচেনা সূরের।

বুঝি বৃষ্টি হয়ে আসো

বুঝি ঝড় হয়ে তুমুল নাড়াও সমুদয়,

এ কেমন আসা যাওয়া তোমার

ভাটিতে শুকাও, উজানে ভাসাও হৃদয়।

পূর্ববর্তী নিবন্ধনীরব ছায়াপথ
পরবর্তী নিবন্ধআত্মদহন