বিপদকে সঙ্গী করে কারাতে খেলোয়াড়দের অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৪৩ পূর্বাহ্ণ

এম এ আজিজ স্টেডিয়ামের উত্তরপশ্চিম পাশে জাতীয় ক্রীড়া পরিষদের বিভাগীয় কার্যালয়ের সামনে খোলা জায়গাটি খেলোয়াড়দের অনুশীলনের জন্য বরাদ্দ। আর তারই পাশে রয়েছে কুটুমবাড়ি নামের একটি রেস্টুরেন্ট। যদিও এই রেস্টুরেন্টের জায়গাটি তারা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে লিজ নিয়েছে রেস্টুরেন্ট করার জন্য। কয়দিন আগে নির্ধারিত বরাদ্দের চাইতে বেশি জায়গা ব্যবহার করায় কুটুমবাড়ি রেস্টুরেন্টের কিছু অংশ ভেঙ্গে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এতদিন খেলোয়াড়দের অনুশীলনের জয়গাটি ব্যবহার করতো রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এখন জায়গাটি ব্যবহার না করলেও এই খোলা জায়গায় রাখা হয়েছে অনেক গুলো গ্যাস সিলিন্ডার। আর সে গ্যাস সিলিন্ডার গুলোকে পাশে রেখেই অনুশীলন করছে কারাতে খেলোয়াড়রা। যেখানে রয়েছে বেশিরভাগই বাচ্চা। গতকাল দেখা গেছে বাচ্চারা অনুশীলন করছে কিন্তু তার পাশে রাখা অনেকগুলো গ্যাস সিলিন্ডার। যা দেখে রীতিমত আতংকিত বাচ্চাদের অভিভাবকরা। একাধিক অভিভাবক জানিয়েছে তাদের বাচ্চাগুলো বিপদকে পাশে রেখে খেলা শিখছে। এই গ্যাস সিলিন্ডার গুলো যদি কোন কারণে বিষ্ফোরিত হয় তাহলে আমাদের বাচ্চাদের কি হবে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে সে গুলো সরাতে বললেও তারা সরাচ্ছেনা বলে অভিযোগ করেছে অনুশীলন করা খেলোয়াড়রা। এ অবস্থায় জাতীয় ক্রীড়া পরিষদের এই খোলা জায়গায় অনুশীলন করতে ভয়ের মধ্যেই থাকছে বাচ্চারা। কারণ বিপদতো আর বলে কয়ে আসে না।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে চট্টগ্রাম জেলা দল
পরবর্তী নিবন্ধইরাকে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কারফিউ জারি