শুক্রবার সরকারি সাধারণ ছুটি হওয়ার কারণে বিনোদনকেন্দ্রগুলোতে সাধারণ মানুষের ভিড় থাকে বেশি। কোভিড প্রাদুর্ভাবের কারণে গত মার্চ মাস থেকে ঘরবন্দী লোকজনও পরিবার-পরিজন নিয়ে বিনোদন উপভোগ করতে ছুটির দিনকে বেছে নেয়। করোনার দ্বিতীয় ঢেউয়ে সরকার মাস্ক পরিধান নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছেন। গতকাল শুক্রবার মাস্ক পরা নিশ্চিত করতে নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে জনসচেতনতার অংশ হিসেবে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ও আশরাফুল আলম ডিসি হিল, সিআরবি, জাম্বুরী পার্ক ও চট্টগ্রাম চিড়িয়াখানা এলাকায় অভিযান চালিয়ে ৫১ জনকে ৬ হাজার ১শ’ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি দরিদ্র লোকজনের মাঝে মাস্ক বিতরণ করেন তারা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরীর ডিসি হিল, সিআরবি ও জাম্বুরী পার্কে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। তিনি ৪১ জনকে ৩ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অন্যদিকে নগরীর চিড়িয়াখানা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে ২ হাজার ৬শ’ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।