বিনিয়োগ বিকাশে কাজ করাই বিডার লক্ষ্য

চিটাগাং চেম্বারে কর্মশালা

| বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে ও চিটাগাং চেম্বারের সহায়তায় ব্যবসা সহজীকরণের স্টার্টিং এ বিজনেস, ডিলিং উইথ কনস্ট্রাকশন পারমিট, রেজিস্টারিং প্রোপার্টি, গেটিং ইলেক্ট্রিসিটি, গেটিং ক্রেডিট, ট্রেডিং অ্যাক্রস বর্ডার, প্রটেক্টিং মাইনোরিটি ইনভেস্টরস সূচক সমূহে বাস্তবায়িত সংস্কার ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কিত এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে বিডার নির্বাহী সদস্য-৫ মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম, বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, কমিশনার অব কাস্টমস, এম. ফখরুল আলম, কাস্টমস, এঙাইজ এন্ড ভ্যাট কমিশনার মো. আকবর হোসেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার দেওয়ান সামিনা বানু, চট্টগ্রামস্থ বিডা’র পরিচালক মো. ইয়াছিন। চেম্বার পরিচালক এ. কে. এম. আক্‌তার হোসেন, চেম্বারের সাবেক পরিচালকদ্বয় মাহফুজুল হক শাহ ও আফসার হাসান চৌধুরী জসিম, বিকেএমইএ’র প্রাক্তন পরিচালক শওকত ওসমান, ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশনর সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী মিজান, বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের পরিচালক শাহেদ সরোয়ার, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল’র সাবেক সভাপতি জসিম আহমেদ, লুব-রেফ’র পরিচালক মো. সালাউদ্দিন ইউসুফ, চসিক চিফ সিটি প্লেনার স্থপতি এ কে এম রেজাউল করিম, বিএসআরএম ও ওয়াসার প্রতিনিধি বক্তব্য রাখেন। ব্যবসা সহজীকরণের ৭টি সূচকের উপর তথ্যচিত্র উপস্থাপন করেন বিডা’র পরিচালক ইঞ্জিনিয়ার জীবন কৃষ্ণ সাহা রায়।
প্রধান অতিথি মো. সিরাজুল ইসলাম বলেন- দেশি- বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও বিকাশে বিডা গৃহীত সেবাগুলো ব্যবসায়ী সমাজকে অবহিতকরণই এ কর্মশালার মূল উদ্দেশ্য।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে যুবলীগের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে গরু চুরি