বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম শুরু

চসিক জেনারেল হাসপাতাল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

নগরের সদরঘাটস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এর উদ্বোধন করেন। এ সময় মেয়র বলেন, শুধু ওষুধ ছিটিয়ে মশা নিধন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন জনসচেতনতা। আশা করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও নগরবাসীর সমন্বিত উদ্যোগে ডেঙ্গু থেকে নগরবাসী রক্ষা পাবেন।

তিনি বলেন, চসিকের ১০০ দিনের ক্রাশ প্রোগ্রামে এডিস মশা লার্ভা চিহ্নিত করতে ড্রোন সংযোজন করা হয়েছে। নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে একটি তের তলা ভবনের ছাদে একটি সুইমিংপুল পেলাম, যেটি দুই বছরেও পরিষ্কার করেনি। ড্রোনের মাধ্যমে এ ধরনের স্থান এবং ছাদে জমে থাকা পানিতে গড়ে ওঠা মশার প্রজননক্ষেত্র চিহ্নিত ও ধ্বংস করা সম্ভব হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, প্রধান স্বাস্থ্যা কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্ব্যস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা। ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ডেঙ্গু পরীক্ষার জন্য উন্নত মানের কীট সংগ্রহ করা হয়েছে। আপাতত প্রতিদিন চসিক জেনারেল হাসপাতালে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হবে। পরবর্তীতে প্রয়োজন হলে পর্যায়ক্রমে চসিক স্বাস্থ্য কেন্দ্র ও দাতব্য চিকিৎসালয়ে বিনামূল্যে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবৈলছড়িতে গৃহবধূ খুন অর্থ ও স্বর্ণালংকার লুট
পরবর্তী নিবন্ধনির্বাচন নিয়ে উদ্বেগের কথা বলেনি ইইউ : কাদের