পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মদ ফরিদুল আলমের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে এলাকার বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ৪ শতাধিক দুস্থ দরিদ্র অসহায় রোগী। শুক্রবার সকাল ৯টা থেকে বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধনীতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি প্রকৌশলী হুমায়ুন কবির।
উদ্বোধন করেন ডা. মোহাম্মদ ফরিদুল আলম। এই চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ৪ শতাধিক গরিব, অসহায়, দুস্থ ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে চিকিৎসা সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ এবং চর্মরোগ বিশেষজ্ঞ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পটিয়া উপজেলার আমীর মুহাম্মদ জসীম উদ্দিন, নায়েবে আমীর সাদেক হোসেন, সেক্রেটারি আনোয়ার হোসেন, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি গাজী মুহাম্মদ ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে জামায়াত নেতা ডা. ফরিদুল আলম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানবী (সা.) এর জীবনাদর্শের আলোকে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই আদর্শের আলোকে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এই চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে আমরা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।