বিনামূল্যে কোডিভ-১৯ এর টিকা বিতরণ করুন

জাসদের বিবৃতি

| মঙ্গলবার , ৫ জানুয়ারি, ২০২১ at ১১:২৩ পূর্বাহ্ণ

জাসদ, চট্টগ্রামস্থ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বৈশ্বিক মহামারী সৃষ্টিকারী কোভিড-১৯ এর প্রতিষেধক টিকা বিনামূল্যে জনগণের মধ্যে বিতরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে জনগণের কল্যাণে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অনেক মেগা প্রকল্প বর্তমান সরকার বাস্তবায়ন করছে এবং চলমান রয়েছে। নেতৃবৃন্দ মনে করেন, বর্তমান কোভিড-১৯ লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে। কত মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছে তার ইয়ত্তা নেই। এই নিষ্ঠুর হত্যাযজ্ঞ থেকে মানব জাতিকে রক্ষা করার জন্যে বিজ্ঞানীগণ দিন-রাত পরিশ্রম করে কোভিড-১৯ এর প্রতিষেধক টিকা আবিষ্কার করেছে। নেতৃবৃন্দ বর্তমান সরকারকে বাংলার জনগনের কাছে এই টিকা বিনামূল্যে সরবরাহ করার আহ্বান জানান। নেতৃবৃন্দ মনে করেন, এটাই হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবের ও মুজিববর্ষের এবং সর্বোপরি একবিংশ শতাব্দীর মানবকল্যাণমূলক সর্ববৃহত্তম মেগা প্রকল্প ও সর্বশ্রেষ্ঠ উপহার। দেশের সমস্ত রাজনৈতিক সামাজিক ও পেশাজীবীসহ সর্বস্তরের জনগনকে বিনামূল্যে কোভিড-১৯ টিকা বিতরণের পক্ষে আওয়াজ তোলার ও আহ্বান জানান। বিবৃতি স্বাক্ষর করেন -ইন্দু নন্দন দত্ত, অ্যাড. আবু মোহাম্মদ হাশেম ও নুরুল আলম মন্টু, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, ভানু রঞ্জন চক্রবর্ত্তী, আবু বক্কর সিদ্দিকী, স্বপন চৌধুরী, এস এম আখতারুল আলম ও মাহবুবুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবাগত-বিদায়ী জেলা প্রশাসকের দায়িত্ব হস্তান্তর
পরবর্তী নিবন্ধকক্সবাজার জেলা প্রশাসককে সংবর্ধনা