রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী করোনা ভ্যাকসিন নিতে এসে বলেছেন, দেশের মানুষকে করোনা মহামারি থেকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে টিকা দেয়ার ব্যবস্থা করেছেন। বিশ্বের মধ্যে এমন দৃষ্টান্ত বিরল। গতকাল বৃহস্পতিবার তিনি বেলা ১২টায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে টিকাদান ক্যাম্পে বসে নিজে টিকা নেন। সাংসদের টিকা নেয়ার পর টিকা গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেনায়েদ কবির সোহাগ, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজসহ কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যানগণ।
পরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা জেনায়েদ কবির সোহাগ। স্থানীয় চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, পৌরসভার নব-নির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা নুরুল আলম দীন, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোরশেদ, পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান, কাজী মোহাম্মদ ইকবাল, আলমগীর আলী, শওকত হাসান চৌধুরী এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, জসিম উদ্দিন, আজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, লায়ন সাহাবুদ্দিন আরিফ, আব্বাস উদ্দিন আহাম্মদ, তছলিম উদ্দিন, রোকন উদ্দিন প্রমুখ।