টেকনাফ পৌরসভা নির্বাচনে মেয়র ও চার কাউন্সিলরসহ মোট পাঁচ প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী হতে চলেছেন। একজন মেয়র ও ১২ জন কাউন্সিল প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় বিজয়ী হচ্ছেন তারা। এরা হচ্ছেন মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত ও সাবেক এমপি আব্দুর রহমান বদির চাচা হাজী মোহাম্মদ ইসলাম, কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ডে এহতেশামুল হক বাহাদুর, ৬নং ওয়ার্ডে আব্দুল্লাহ মনির, ৭নং ওয়ার্ডে মুজিবুর রহমান ও ৮নং ওয়ার্ডে মনিরুজ্জামান। গতকাল সোমবার বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।
এর আগে গত ২৫ নভেম্বর ছিল মনোনয়ন জমার শেষ দিন। ওই দিন টেকনাফ পৌরসভার মেয়র পদে চার প্রার্থীসহ বিভিন্ন পদে মোট ৫৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরবর্তী সময়ে যাচাই-বাছাইকালে দুই মেয়র ও চার কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। এতে আপিল করেন মেয়র প্রার্থী মোহাম্মদ ইসমাইল ও আব্দুস শুক্কুর এবং ৯নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী আব্দুল আমিন জিসান ও জোবায়ের হোসেন এবং ৬নং ওয়ার্ডের মনির আলম বাদশা। গত রোববার কক্সবাজার জেলা প্রশাসক ড. মামুনুর রশীদ আপিল শুনানী করে রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রাখেন। এদিকে এমন আদেশের পর মেয়র পদে মোহাম্মদ ইসমাইল, কাউন্সিলর পদে জোবায়ের হোসেন উচ্চ আদালতের আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। তবে আদালতের অন্য কোন আদেশ যদি না আসে তাহলে মেয়র ও চার কাউন্সিলর প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবে তা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম। তিনি আরো জানান, মেয়র পদে জাতীয় পার্টির মোহাম্মদ শাহাজাহান মনোনয়ন পত্র প্রত্যাহার করায় মেয়র পদে হাজী মোহাম্মদ ইসলাম ছাড়া আর কেউ থাকলো না।