বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন ২১ জন

আইনজীবী সমিতির নির্বাচন

আজাদী প্রতিবেদন | শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে সংগ্রহ করা ২১ জনের মনোনয়ন ফরম যাচাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরা সকলেই বিএনপিজামায়াতপন্থী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী। এর আগে গত বৃহস্পতিবার এ ২১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। একই দিন মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়েও ব্যর্থ হন আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা। পরিষদটির অভিযোগ, মনোনয়ন ফরম নিতে নির্বাচন কমিশন অফিসে ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয়। এ বিষয়ে তারা সমিতির এডহক কমিটিকে লিখিত অভিযোগ দিয়েছেন। আইনজীবীরা বলছেন, ২১ টি পদে নির্বাচন হয়। সেই অনুযায়ী ২১ টি পদে মনোনয়ন ফরম নিয়ে দাখিল করেছে ঐক্য পরিষদ। যা নির্বাচন কমিশন কর্তৃক বৈধ ঘোষিতও হয়েছে ইতিমধ্যে। অন্য কোনো প্রার্থী যেহেতু নেই, সেহেতু বলাই যাচ্ছে, এ ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন।

নির্বাচন কমিশন জানায়, তফসিল অনুযায়ী শুক্রবার মনোনয়ন ফরম দাখিল, যাচাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের জন্য দিন ধার্য ছিল। সেই অনুযায়ী যাচাই শেষে মনোনয়ন ফরম সংগ্রহকারী ২১ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কমিশন আরো জানায়, যারা বৈধ প্রার্থী ঘোষিত হয়েছেন তারা হলেন, সভাপতি পদে আবদুস সাত্তার, সিনিয়র সহসভাপতি পদে কাজী মো. সিরাজ, সহসভাপতি পদে আলমগীর মোহাম্মদ ইউনূছ, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হাসান আলী চৌধুরী, সহসাধারণ সম্পাদক পদে মো. ফজলুল বারী, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আনোয়ার হোসেন, লাইব্রেরি সম্পাদক পদে মো. তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে আশরাফী বিনতে মোতালেব, ক্রীড়া সম্পাদক পদে মো. মঞ্জুর হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. আব্দুল জব্বর এবং সদস্য আহসান উল্লাহ মানিক, আসমা খানম, বিবি ফাতেমা, হেলাল উদ্দিন, মেজবাহ উল আলম এমিন, মো. রায়হানুল ওয়াজে চৌধুরী, মো. রোবায়েতুল করিম, মো. সাহেদ হোসাইন, মো. মোরশেদ, রাহিলা গুলশান ও মো. সাজ্জাদ কামরুল হোসেন।

উল্লেখ্য, আগামী ১৬ এপ্রিল ভোট গ্রহণের দিন রেখে গত ৮ এপ্রিল তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

পূর্ববর্তী নিবন্ধসবজির দাম চড়া
পরবর্তী নিবন্ধতাবিজ করার অভিযোগে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন