বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেল নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের আলোচিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’। জুলাইয়ে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা পাওয়া সিনেমাটি উৎসবে প্রদর্শনের পর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলোচিত হয়েছে। সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক বলেন, বিনাকর্তনে সিনেমাটি ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি দেখার পর ছাড়পত্র দেওয়ার বিষয়ে একমত হয়েছিলেন বোর্ডের সদস্যরা।