বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

বধ্যভূমিতে ফুল আর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকালে পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীসহ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। এছাড়াও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রাম জেলা প্রশসন, মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে ও আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরীর সঞ্চালনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) উজ্জ্বল কুমার রায়, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নওশাদ খান, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ ও জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু, শহীদুল হক চৌধুরী সৈয়দ, সাধন চন্দ্র বিশ্বাস, এফ এফ আকবর খান, মোহাম্মদ নাসির উদ্দিন, আহমদ হোসেন, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ। মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বীরের রক্তস্রোত ও মায়ের অশ্রুধারা কখনো ব্যর্থ হয় না।

তাই বাঙালির অর্জিত স্বাধীনতাকে কেউ নস্যাৎ করতে পারবে না। মহানগর আওয়ামী লীগ পাহাড়তলীস্থ বধ্যভূমিতে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, আমাদের দুর্ভাগ্য মুক্তিযুদ্ধ চলাকালীন শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারীদের একটি সরকারি তালিকা চূড়ান্ত করা যায়নি।

অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী, সফর আলী প্রমুখ। সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মানার্থে বিনম্র শ্রদ্ধা নিবেদনে ১মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ৫ লাখ ৩৫ হাজার ফ্যামিলি কার্ডধারী পাচ্ছেন টিসিবির পণ্য
পরবর্তী নিবন্ধ৭৮৬