সাউদার্ন ভার্সিটি : সাউদার্ন ইউনিভার্সিটি পালন করলো আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ, আরেফিন নগরের হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। সাধারণ শিক্ষা বিভাগের প্রধান জমির উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, ইইই বিভাগের শিক্ষক অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, সিএসই বিভাগের প্রধান জমির আহমেদ। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষকসহ কর্মকতার্রা।
নগর যুবদলের পুষ্পমাল্য অর্পণ : মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করেন মহানগর যুবদল। এমদাদুল হক বাদশার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন জিয়াউল হক মিন্টু, শেখ কামাল আলম,জাবেদুল হক মো সেলিম, ইসমাইল হোসেন লেদু,রিদুয়ানুল হক রিদু, মো হাসান, মো সোহেল, মো. জাকির হোসেন, মো সাইফুল, সাদ্দামুল হক, শফিউল বশর সাজু, শহিদুল করিম শহিদ, মো. রাজিব, মো রায়হান, মো মিজান, মোস্তফা আলম কিশোর প্রমুখ।
মহানগর জাগপা : কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপা মহানরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আবু মোজাফফর মো. আনাছ, মো. হেলাল, তানিয়া আক্তার রুপা, মো. সেলিম, মো. রাসেল, সাব্বির, খাজা, সোহেল, রব্বানী, আফজল, আলমগীর, সাগা প্রমুখ।
আবুধাবী বাংলাদেশ দূতাবাস এবং দুবাই কনস্যুলেট : আবুধাবির বাংলাদেশ দূতাবাস এবং দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা পালন করা হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রদূত তারেক আহমদের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এতে উপস্থিত বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিবর্গও তাদের শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান দুবাই বাংলাদেশ কনসুলেট ভবনে আয়োজিত অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন।অনুষ্ঠান পরিচালনা করেন আশফাক হোসাইন। এ উপলক্ষে প্রদত্ত প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন কনস্যুলেটের কর্মকর্তা আব্দুস সালাম, শাহনাজ পারভীন। বক্তব্য রাখেন ইউএই বিএনপির আহবায়ক মোহাম্মদ জাকির হোসেন, প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, এম এ বাসার, ইয়াকুব সৈনিক, সাইফুল ইসলাম তালুকদার,মামুনুর রশিদ, সিরাজুল হক প্রমুখ। বিশেষ দোয়া মোনাজাত করেন মো. জাকির।
স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি : দক্ষিণ কাট্টলী ১১ নং ওয়ার্ডে ডা. ফজলুল হাজেরা ডিগ্রি কলেজ মাঠে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেছেন স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটির সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন ডা. জিতেন চন্দ্র শীল, প্রভাল ভট্টাচার্য, মো. ইকবাল হোসেন,সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জমির আলম, মো. ইদ্রিস আলম, মো. আলমগীর হোসেন, বাবলু দেবনাথ, কামরুল হোসেন, নুরুল ইসলাম নাহিদ, আক্তার মাসুদ রানা, আলী আকবর নোমান, সমর দেবনাথ নয়ন, মো. মোরশেদ, মো. শাহ আলম, মো. সেলিম সিদ্দিকী প্রমুখ।