বিধ্বস্ত সড়কে হাঁটু পানিতে দাঁড়িয়ে মানববন্ধন

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

অতিবৃষ্টিসহ বর্ধিত জোয়ারের পানিতে তলিয়ে যায় রাউজান নোয়াপাড়া ইউনিয়নের দক্ষিণপশ্চিমাংশের হালদা সংলগ্ন গ্রামসমূহ। হালদা নদীর উপচে পড়া পানির তীব্র স্রোত গড়িয়ে যায় রাস্তাঘাটের উপর দিয়ে। ছিন্নভিন্ন হয় কাঁচাপাকা সব রাস্তা। বর্ষাজুড়ে এমন অবস্থায় থাকতে হয় ওই এলাকার বাসিন্দাদের।

এমন পরিস্থিতির মধ্যে দুর্গত এলাকার মানুষ বিধ্বস্ত সড়কের হাঁটুপানিতে দাঁড়িয়ে মানববন্ধন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্থানীয়রা বলেছেন, গত দুই বছর ধরে এলাকার প্রায় রাস্তা পড়ে আছে বিধ্বস্ত অবস্থায়। দুই বছর আগে কয়েকটি বিধ্বস্ত সড়কের উন্নয়ন কাজের ঠেন্ডার হয়েছিল। ঠিকাদার সড়কসমূহের কিছু কাজ করে ফেলে রাখে। এর মধ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলে পালিয়ে যায় সংশ্লিষ্ট সব ঠিকাদার। এবারের বর্ষায় অতিবৃষ্টি, আমবশ্য ও পূর্ণিমার থিতিতে বর্ধিত জোয়ারের পানির সাথে যোগ হয়েছে কাপ্তাই লেক থেকে ছেড়ে দেয়া পানি। এবার সড়কগুলো আরো বিধ্বস্ত হয়ে পড়েছে। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ পানিতে ডুবেছে। শিশুদের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। অনেক বাড়ি ঘরে পানি প্রবেশ করায় রান্না করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।

ওই এলাকার বাসিন্দারা বলেন, নোয়াপাড়ার ইউনিয়নের সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামসমূহের মধ্যে রয়েছে মোকামীপাড়া, কছুখাইন, ঝিকুটিপাড়া, পলোয়ানপাড়া, ইভলং, কছুখাইন মধ্যপাড়া, খোন্দকারপাড়ার রাস্তাঘাট। এসব এলাকার প্রায় সব রাস্তায় হাঁটাও কষ্টকর। এই দুর্ভোগ লাঘবে স্থায়ী সমাধান হিসাবে হালদা নদীর নোয়াপাড়া অংশে বেড়িবাঁধ নির্মাণ করার দাবি জানান স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ৮০ হাজার ঘনফুট বালু জব্দ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে ইংরেজি বিভাগে পোস্টার প্রদর্শনী ও গ্রন্থের মোড়ক উন্মোচন