বিধ্বস্ত টাইটানের ভেতর যাত্রীদের দেহাবশেষ

| শুক্রবার , ৩০ জুন, ২০২৩ at ৮:৪৪ পূর্বাহ্ণ

বিধ্বস্ত টাইটান সাবমেরিনের ধ্বংসাবশেষের ভেতর থেকে পাওয়া গেছে যাত্রীদের দেহাবশেষ। তবে দেহাবশেষগুলো এখনও শনাক্ত করা যায়নি।

সিএনএন এর তথ্য অনুযায়ী, গতকাল ২৮ জুন বুধবার যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড তাদের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ধারকৃত বিধ্বস্ত টাইটান সাবমেরিনের ভেতর পাওয়া গেছে যাত্রীদের দেহাবশেষ। এই দেহাবশেষ শনাক্তকরণের জন্য যুক্তরাষ্ট্রের মেডিকেল বিশেষজ্ঞরা বিচার বিশ্লেষণ করবেন বলে জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড।

সমুদ্রের নিচ থেকে তুলে আনার পর যাত্রীবাহী সাবমেরিন টাইটানের ধ্বংসাবশেষ গতকাল সকালে কানাডায় নিয়ে যাওয়া হয়। কানাডা থেকে টাইটানের ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের কাটারে নিয়ে যাওয়া হবে। ভবিষ্যতে সাবমেরিনের যেকোনো ধরণের দুর্ঘটনা এড়ানোর জন্য সেখানে ডুবোযানটি নিয়ে আরও বিচার-বিশ্লেষণ করা হবে।

পাঁচজন যাত্রী নিয়ে গত ১৮ জুন সকালে টাইটানিকের ১১১ বছরের পুরোনো ধ্বংসাবশেষ দেখার জন্য গভীর সমুদ্রে অভিযানে যায় সাবমেরিনটি। কিন্তু ডুবে যাওয়ার প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে এটি মূল জাহাজের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। কয়েক দিনব্যাপী অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর গত ২২ জুন উদ্ধার করা হয় সাবমেরিনটি।

পূর্ববর্তী নিবন্ধপ্যারিসে কারফিউ
পরবর্তী নিবন্ধবিধ্বস্ত টাইটানের ভেতর যাত্রীদের দেহাবশেষ