বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা ২৬ অক্টোবরের পর

ফটিকছড়ি আ. লীগের বর্ধিত সভা

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২৪ অক্টোবর, ২০২১ at ৮:১৫ পূর্বাহ্ণ

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল শনিবার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন মুহুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, আফতাব উদ্দিন চৌধুরী, জেলা আওযামী লীগ সদস্য আবু তালেব চৌধুরী, সাকিবুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ সদস্য পারভেজ মাহমুদ, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইছমাইল হোসেন, চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল হালিম, জানে আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আবুল বশর প্রমুখ।
সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে নৌকা মার্কার সমর্থনে প্রচারণা টিম গঠন করা হয়। ওই কমিটির নেতৃত্বে আওয়ামী লীগের নৌকা প্রতীক না পেয়েও প্রার্থী হয়েছেন তাদেরকে আলাপ আলোচনার মাধ্যমে তাদের মনোনয়ন প্রত্যাহার করাবেন। আর যারা প্রত্যাহার করবেন না, তাদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২৬ অক্টোবরের পর ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সিঙ্গাপুরের
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে নৌকা প্রতীকের প্রার্থীকে শোকজ