মহেশখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে ইয়াছির মামুন (১৬) নামে এক স্কুল ছাত্রের জীবন প্রদীপ নিভে গেল। গতকাল সোমবার দুপুর ১২টায় পৌরসভার গোরকঘাটা এলাকায় একটি গ্যারেজে তার নিজের অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। সে পৌরসভার গোরক ঘাটা এলাকার মো. রফিকের ছেলে এবং গোরকঘাটা লিডারশীপ হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র।
মহেশখালী কলেজের ক্রীড়া শিক্ষক আমিনুল হক বলেন, সে লেখাপড়ার পাশাপাশি আমাদের সাথে জেলার বিভিন্ন স্থানে ফুটবল খেলা পরিচালনা করে আসছিল। তার মা–বাবা দুজনই মহেশখালী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী। পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে ইয়াছির মামুন লেখাপড়ার পাশাপাশি ইজিবাইক চালিয়ে নিজের লেখাপড়ার খরচ ও পরিবারের ভরণ পোষণ চালাতেন।