লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ২ জনের মৃত্যু হয়েছে। উপজেলার পদুয়া ও সদর ইউনিয়নে পৃথক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফরেস্ট অফিস এলাকার আবুল বশরের পুত্র খোরশেদ কামাল (৩৫) ও সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুল জব্বার ডেপুটি পাড়ার মো. আমিনের পুত্র মো. তামিম (২০)।
সদর ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম লিটন জানান, গত ২৯ এপ্রিল একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মহুরি পাড়ায় নির্মাণাধীন ঘরে টিনের ছাউনি দেওয়ার জন্য লোহার এঙ্গেল বসানোর কাজ করছিলেন তামিম। এ সময় অসাবধানতাবশতঃ ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তার তাকে টেনে নেয়। এতে দগ্ধ হয়ে তার শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। গতকাল বুধবার ভোররাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লেয়াকত আলী জানান, বসতঘরের পাশে মৎস্য খামারে মোটর বসিয়ে পানি দেয়ার কাজ করছিলেন খোরশেদ কামাল। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে অসাবধানতাবশত মোটরের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিবুল আলম জানান, সকাল ৬টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া খোরশেদ কামাল নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।