বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মীরসরাইয়ে বৃদ্ধের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:৩৫ অপরাহ্ণ

মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নে একটি বসতবাড়িতে রংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস প্রকাশ কুদ্দুস মিস্ত্রি দীর্ঘদিন বারইয়ারহাট পৌর এলাকার সাগরিকা বোডিংয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি সন্দ্বীপ বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ সোমবার সকালে হিঙ্গুলী ইউনিয়নে একটি বসতবাড়িতে রংয়ের কাজ করতে যান আব্দুল কুদ্দুস। সেখানে পানির ট্যাংকের উপরে উঠার সময় হটাৎ পা পিছলে বৈদ্যুতিক তারের উপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নাম্বারে একাধিক ফোন দিয়েও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) কানন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এক ব্যক্তি মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতাল (চমেক) প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের পরিবারের সন্ধান পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বনবিভাগের ৫০ একর জবরদখলকৃত জায়গা উদ্ধার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে শিক্ষককে মারধরের মামলায় ৭২ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার