জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ প্রাপ্তিতে চট্টগ্রামকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। বিদ্যুতের গ্রাহকের বিভিন্ন অভিযোগ নিয়ে গত রবিবার দুপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী রেজাউল করিমের সাথে তাঁর দফতরে মতবিনিময় করতে গিয়ে এ আহ্বান জানান সুজন। এ সময় সুজন বলেন, চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক হৃদপিন্ড। এখানে চট্টগ্রাম বন্দর, কাস্টম, ইপিজেড, জ্বালানি তেল পরিশোধন, সার কারখানা, শিপব্রেকিং, স্টিল ও আয়রন শিল্প, জাহাজ নির্মাণ, পোশাক শিল্পসহ নানাবিধ ভারী, মাঝারি ও ছোট শিল্পকারখানা অবস্থিত।
এসব শিল্পে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুতের ব্যবহার হয়। চট্টগ্রামের অর্থনৈতিক সমৃদ্ধির উপর বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে। তাই জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ প্রাপ্তিতে চট্টগ্রামকে অগ্রাধিকার দেওয়া আজ সময়ের দাবি। এসময় বিউবোর প্রধান প্রকৌশলী রেজাউল করিম বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আর বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনস্থ সবাই জনগণের সেবক। একথা স্বীকার করতে হবে যে প্রধানমন্ত্রীর একক পদক্ষেপের কারণে আজ দেশজুড়ে বিদ্যুতের উৎপাদন অনেকাংশে বেড়েছে। ফলত বিদ্যুতের ব্যাপক চাহিদা বাড়লেও জনগণ পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে। তিনি আগামী বছরের প্রথম দিকেই নগরীতে প্রিপেইড মিটার স্থাপনের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন। কিছু ত্রুটিপূর্ণ ব্যাটারির কারণে প্রিপেইড মিটার স্থাপন কাজ বন্ধ থাকলেও বর্তমানে সে সমস্যা নেই বলে জানান তিনি। তিনি নাগরিক উদ্যোগ উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী (উত্তর) মাহফুজুর রহমান, সৈয়দ আহমেদ কবির, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, নিজাম উদ্দিন, মো. হোসেন, শাহনেওয়াজ আশরাফী, ফয়সাল বাদশা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।