নগরীর ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের আব্দুর লতিফ হাটের হাজী চাঁনগাজী জামে মসজিদে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য নিজে উপস্থিত থেকে ব্যক্তিগত তহবিল থেকে ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল শুক্রবার দুপুরের নিজে উপস্থিত থেকে তিনি মসজিদ কমিটির কাছে বিদ্যুৎ বিল হন্তান্তর করেন।
অনুদান প্রদানকালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় আজ সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা সারাদেশে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছেন। কিন্তু তা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের দায়িত্ব আমাদের। আমাদের বাসায়, বাড়িতে সবখানে বিদ্যুৎ-গ্যাস ব্যবহারে সচেতন হতে হবে। শুধু শুধু ফ্যান, লাইট জ্বালিয়ে রেখে বিদ্যুৎ নষ্ট না করার জন্য সকলের প্রতি তিনি অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমেদ ইলিয়াস, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মো. মহসিন, মো. এমদাদ উল্লাহ, মো. আব্দুল মাবুদ, মো. সোলাইমান, গিয়াস উদ্দিন, শাহেদ পারভেজ প্রমুখ।









