বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি

চট্টগ্রামে বাসদের বিক্ষোভ সমাবেশ

| শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:৪৪ পূর্বাহ্ণ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও বিদ্যুৎখাতে দুর্নীতি বন্ধের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলবাসদ চট্টগ্রাম জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বিকেল ৪টায় নগরীর নিউ মার্কেট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য আকরাম হোসেন, হেলাল উদ্দিন কবির, আহমদ জসীম, ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, শ্রমিক ফ্রন্ট নেতা নাজিমউদ্দীন বাপ্পীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন বাসদ জেলা সদস্য রায়হান উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, দাম সমন্বয়ের নামে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের জীবনকে আরও ভোগান্তির মধ্যে ফেলবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সাল থেকে সমন্বয়ের নামে পর্যায়ক্রমে ১৫ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। সর্বশেষ গত বছর ২৮ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।

সরকার ডলারের সাথে টাকার মূল্যমানের হ্রাসের অজুহাত দিচ্ছে। অথচ আমদানিরপ্তানির নামে ডলার পাচার, ব্যাংকের টাকা আত্মসাতের সঙ্গে সাধারণ মানুষ জড়িত নয়। কিন্তু এর দায় বহন করতে হচ্ছে সাধারণ মানুষকেই। ২০০ ইউনিটের নিচে ৩৪ পয়সা এবং বেশি ব্যববহারকারীদের ৭০ পয়সা প্রতি ইউনিট বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ যেমন বাড়াবে তেমনি সরকার ও লুটপাকারীদের দায় এড়ানোর পথ তৈরি করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী আন্দোলনের প্রতিটি মাইলফলকে নারীর ভূমিকা দেদীপ্যমান
পরবর্তী নিবন্ধআজ বোয়ালখালীতে আবদুল মজিদ শাহের ওরশ