বিদ্বেষমূলক আক্রমণের শিকার হচ্ছেন উসমান খাজা ও তার পরিবার

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার টেস্ট দলের অভিজ্ঞ ব্যাটসম্যান উসমান খাজার পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে চরম বিদ্বেষমূলক আক্রমণের শিকার হচ্ছে। মুসলিম পরিচয়কে কেন্দ্র করে চলা এই অনলাইন হয়রানি সমপ্রতি আরও ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী র‌্যাচেল খাজা। র‌্যাচেল খাজা ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানান, বন্ডাই বিচে সামপ্রতিক হামলার ঘটনার পর তাদের পরিবারের বিরুদ্ধে ইসলামবিদ্বেষী মন্তব্য হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। এবার এই বিদ্বেষের লক্ষ্যবস্তু হয়েছে খাজার দুই কন্যাও। তিনি যে মন্তব্যগুলোর স্ক্রিনশট প্রকাশ করেছেন, সেগুলোতে শিশুদের উদ্দেশে অশালীন ও ঘৃণ্য ভাষা ব্যবহার করা হয়েছে। কিছু মন্তব্যে পরিবারটিকে পাকিস্তানে ফিরে যেতে বলাও হয়েছে বলে জানান র‌্যাচেল। উসমান খাজা পাকিস্তানের ইসলামাবাদে জন্ম নিলেও মাত্র পাঁচ বছর বয়সে অস্ট্রেলিয়ায় চলে আসেন। সিডনিতেই তার বেড়ে ওঠা। অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাশাপাশি তিনি নিয়মিতভাবে ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের বিরুদ্ধে কথা বলে আসছেন। খেলাধুলায় অন্তর্ভুক্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের পক্ষে তার অবস্থান বরাবরই স্পষ্ট। র‌্যাচেল খাজা তার পোস্টে বলেন, বর্তমান সময়ে বিভাজনের রাজনীতি ও ঘৃণার ভাষা আরও ছড়িয়ে পড়ছে। তিনি মনে করেন, এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি একসঙ্গে থাকার প্রয়োজন। তার মতে, ইহুদিবিদ্বেষ, ইসলামোফোবিয়া ও সব ধরনের বর্ণবাদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে রুখে দাঁড়াতে হবে। বন্ডাই হামলার ঘটনার পর উসমান খাজাও শোক প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের ঘৃণ্য অপরাধের কোনো স্থান সমাজে নেই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি সামপ্রদায়িক ঘৃণার বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান। এর আগেও মানবাধিকার ইস্যুতে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিলেন উসমান খাজা। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে মানবাধিকার সংক্রান্ত বার্তা নিজের খেলাধুলার সরঞ্জামে প্রদর্শনের উদ্যোগ নেন তিনি। তখন আইসিসি সেটিকে নিয়মবহির্ভূত বলে সরিয়ে নিতে নির্দেশ দেয়। সে সময় ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, তারা নিয়ম মেনে চলার পক্ষে থাকলেও মাঠের বাইরে খাজার ব্যক্তিগত মত প্রকাশের অধিকারকে সম্মান করে।

পূর্ববর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড
পরবর্তী নিবন্ধভারত সফরে মেসির আয় ১২১ কোটি টাকা