বিদেশি ব্র্যান্ডের বস্তায় নিম্নমানের চাল

চাক্তাইয়ে দুই রাইচ মিলকে ৯০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪১ পূর্বাহ্ণ

নগরীর চাক্তাইয়ে দুটি রাইচ মিলে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। গতকাল চলা অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের উপ পরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এবং মো. আফতাবুজ্জামান।

অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, চাক্তাইয়ের মকবুল সওদাগর সড়কের ইসহাক অটো রাইস মিলে অপরিচ্ছন্ন পরিবেশে ধান থেকে চাল প্রক্রিয়াকরণ এবং নিজেদের উৎপাদিত চাল বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির বস্তায় ভরা এবং বস্তার গায়ে চালের মূল্য ও মেয়াদ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হাজী সোবহান সওদাগর সড়কের মেসার্স বান্দরবান অটো রাইস মিল অ্যান্ড এজেন্সিতে নিম্নমানের কোম্পানির চাল কিনে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের বস্তায় প্যাকেটজাত ও যথাযথভাবে বেচাকেনার ভাউচার সংরক্ষণ না করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকনসার্ট ফর বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমূল হোতাসহ দুইজন দুই দিনের রিমান্ডে