বিদেশি দুটি পিস্তলসহ নগর ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

নগরীর ফিরিঙ্গিবাজারের ব্রিজঘাট এলাকা থেকে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন ইমরান আলী মাসুদ ও মনসুর আলী। ইমরান আলী মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম নগর কমিটির অর্থবিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি সিটি কলেজের রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন। অপরজন মনসুর আলী ইসলামিয়া কলেজ শাখার সাবেক ভিপি এবং নগর ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা দুটি পিস্তলই লোড করা ছিল। একটিতে পাঁচ রাউন্ড, আরেকটিতে চার রাউন্ড গুলি ছিল।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম আজাদীকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতার উদ্দেশ্যে নাকি বিক্রির উদ্দেশ্যে লোড করা পিস্তল নিয়ে গ্রেপ্তারকৃত দুজন ফিরিঙ্গিবাজারে অবস্থান করছিল, তা আমরা ক্ষতিয়ে দেখছি। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। আগামীকাল (আজ) তাদেরকে আদালতে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধঝুলে গেল এনজিওগ্রাম মেশিন স্থাপনের প্রক্রিয়া
পরবর্তী নিবন্ধনগরে সীমিত পরিসরে পানি সরবরাহ শুরু