বিদেশ যাওয়ার প্রাক্কালে পলাতক আসামি জামিল গ্রেপ্তার

অভিনব পন্থায় জালিয়াতি করে বিপুল অংকের অর্থ আত্মসাৎ

আজাদী প্রতিবেদন  | সোমবার , ৯ জানুয়ারি, ২০২৩ at ৪:১৫ পূর্বাহ্ণ

অভিনব প্রতারণা এবং বড় ধরণের জালিয়াতির মাধ্যমে দুই কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে জামিলকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি বিদেশ যাওয়ার প্রাক্কালে গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নং০৯(০৭) ২০২১ রুজু করা হয়েছে।

পুলিশ এবং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এস এম জামিল উদ্দিন নানাভাবে বিশ্বাস অর্জন করে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মোহাম্মদ আবদুল মালেকের শেয়ার হিসাবের (বিও একাউন্ট) বিপরীতে ১,৭৫,২৮,২৮৫/- (এক কোটি পঁচাত্তর লক্ষ আটাশ হাজার দুই শত পঁচাশি টাকা), ব্যাংক একাউন্ট জালিয়াতির মাধ্যমে ৫৮,৯৫,০০০/-(আটান্ন লক্ষ পঁচানব্বই হাজার টাকা) এবং নগদ ১০,০০,০০০ (দশ লক্ষ টাকা) মিলে সর্বমোট ২ কোটি ৪৪ লাখ ২৩ হাজার ২৮৫ টাকা আত্মসাৎ করে। পরবর্তীতে সে টাকা ফেরত দিবে মর্মে লিখিতভাবে অঙ্গীকার করেও দিনের পর দিন ‘আজ নয় কাল’ বলে কালক্ষেপন করতে থাকে।

আপোষে টাকা আদায়ে ব্যর্থ হয়ে অবশেষে কোতোয়ালী থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা নম্বর০৯(০৭) ২০২১। মামলার অভিযোগে প্রকাশ আসামি জামিল তার ওপর দৈনিক আজাদী সম্পাদক মোহাম্মদ আবদুল মালেকের অর্পিত আস্থা ও বিশ্বাস ভঙ্গ করে ভুয়া ব্যাংক একাউন্ট সৃষ্টিসহ নানা পন্থায় জালিয়াতি এবং প্রতারণার আশ্রয় নিয়ে বিপুল অর্থ আত্মসাত করে।

মামলার এজাহার নামীয় ১নং আসামি এস. এম জামিল উদ্দিন, পিতাএস. এম কামাল উদ্দিন, সাংমইশকরম, তোফাজ্জল মুন্সি বাড়ী, থানারাউজান, উরকিরচর ৪৩৪৬, জেলাচট্টগ্রাম, বর্তমাননাসিরাবাদ প্রপার্টিজের জেনুর টাওয়ার (৫ম তলা), থানাখুলশী, জেলাচট্টগ্রামকে সম্প্রতি বিদেশে যাওয়ার প্রাক্কালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল কবীর জানিয়েছেন, ইমিগ্রেশন পুলিশের সহায়তায় জামিলকে ঢাকা থেকে গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। ইতোমধ্যে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে

পাঠানোর নির্দেশ দিয়েছেন। গ্রেপ্তার জামিল একজন বড় মাপের প্রতারক বলে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, সে অত্যন্ত নিখুঁতভাবে প্রতারণা করে দৈনিক আজাদী সম্পাদকের দুই কোটিরও বেশি টাকা আত্মসাত করেছে।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে
পরবর্তী নিবন্ধকম টাকার বেশি সেশন চান রোগীরা অসহায় হাসপাতাল প্রশাসন