৩৫ বছরের চাকরি জীবনের পরিসমাপ্তি ঘটিয়েছেন রাঙামাটি প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার সাইফুল ইসলাম চৌধুরী। রোববার নিজ কর্মস্থলে সহকর্মীদের ভালবাসায় সিক্ত হয়েছেন তিনি। তাকে বিদায় জানাতে নতুন–পুরাতন সহকর্মী ছাড়াও ছুটে গিয়েছিলেন ডাক বিভাগ পূর্বাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ সালেহ আহাম্মদ।
সাইফুল ইসলাম চৌধুরীর অবসরজনিত এই বিদায় অনুষ্ঠান রাঙামাটি প্রধান ডাকঘরের বিলি শাখায় অনুষ্ঠিত হয়। রাঙামাটি প্রধান ডাকঘরের পোস্টমাস্টার তাপস চাকমা এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পোস্টাল ডিভিশনের ডাকঘর পরিদর্শক সুমিত শীল। এছাড়া বিভিন্ন সময়ে অবসরে যাওয়া ডাক কর্মচারীসহ উপস্থিত ছিলেন রাঙামাটি প্রধান ডাকঘর ও রাঙামাটি বিভাগের কর্মরত ডাক কর্মকর্তা ও কর্মচারিরা। পোস্টমাস্টার জেনারেল সালেহ আহাম্মদ বলেন, চাকরিকে সেবা হিসেবেই দেখেছিলেন সাইফুল। সেবার ব্রত নিয়ে রাষ্ট্রের কল্যাণে জীবনের ৩৫টি স্বর্ণালী বছর অতিবাহিত করেছেন ডাক বিভাগে। তাই বিদায় বেলায় আর কিছু দিতে না পারলেও ভালোবাসা দিতে কার্পণ্য করার সুযোগ নেই। এই জন্যই তিনি ছুটে এসেছেন। তিনি প্রত্যেক ডাক কর্মকর্তা–কর্মচারিকে দেশের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।
গান–কবিতা আর কথামালায় সহকর্মীর বিদায় অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখেন সুলতান মাহমুদ গজনবী, মোহাম্মদ ইউচুপ মিয়া, আবুল হায়াত, মোহাম্মদ শহিদূল্লাহ, মোহাম্ম দেলোয়ার, এম এ কাসেম, জামাল আহম্মদ, দ্বিজয় চৌধুরী, শাহজাহান আকবর, মোহাম্মদ ইলিয়াস, মনচুর আলম, তৈয়ব খান চৌধুরী, পাপড়ি চাকমা।
সাইফুল ইসলাম চৌধুরী বলেন, বিদায়বেলায় সহকর্মীদের পাওয়া ভালোবাসা নিয়ে অবসর জীবন সুস্থ সন্দর ভাবে কাটাতে চাই। প্রেস বিজ্ঞপ্তি।