বাঁশখালী উপজেলা যুবলীগের কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কমিটি থেকে পদত্যাগ করা পাঁচ যুবলীগ নেতা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ মিলনায়তনে বাঁশখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন বাতিলের দাবি জানিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে পদত্যাগ করা সাবেক দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী লিখিত বক্তব্যে জানান, কোটি টাকার লেনদেনের মাধ্যমে বিতর্কিত ভুয়া জম্মসনদ ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করা এমন ১৪ জনকে রেখে এই কমিটি গঠন করা হয়েছে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না।
এ সময় তিন দক্ষিণ জেলা যুবলীগের সাবেক এক নেতার মদদে ওই আহ্বায়ক কমিটি গঠনের সব ধরনের কারসাজি করা হয়েছে বলে দাবি করেন নেতৃবৃন্দ। এছাড়াও আগামী তিন দিনের মধ্যে যুগোপযোগী সিদ্ধান্ত না আসলে বিক্ষোভ কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন যুবলীগ নেতারা।