বিতর্কিত তথ্যের ভিডিওতে সতর্ক করবে টিকটক

| শনিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

বিতর্কিত তথ্য রয়েছে এমন ভিডিওগুলোতে এবার সতর্কতা জানাবে ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। তথ্যের সত্যতা যাচাই করা না গেলেই এই সতর্কবার্তা দেখাবে প্ল্যাটফর্মটি। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, বিতর্কিত তথ্যের ভিডিওটি অন্য গ্রাহক ফের শেয়ার করতে গেলেও সতর্কবার্তায় জানানো হবে তথ্যের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। অ্যাপটির নতুন নিরাপত্তা ফিচারের মাধ্যমে সতর্ক বার্তায় বলা হবে, সতর্কতা : যাচাইবিহীন কনটেন্টের জন্য ভিডিওটি চিহ্নিত করা হয়েছে। এই সতর্কবার্তার মানে হচ্ছে, কনটেন্টের সত্যতা যাচাই করার চেষ্টা করেও সত্য বা মিথ্য যাচাই করতে পারেননি যাচাইকারীরা। ইতোমধ্যেই যাচাইবিহীন কিছু ভিডিওর বিস্তৃতি আটকে দিয়েছে টিকটক। তবে, এর আগে জনসাধারণের কাছে উন্মুক্ত ছিল না এই সতর্কবার্তা। ভিডিওতে লেবেল জুড়ে দিলে নির্মাতাকে বার্তা দিয়ে জানাবে টিকটক। খবর বিডিনিউজের।
কোনো গ্রাহক লেবেলযুক্ত ভিডিও ফের শেয়ার করতে গেলেও তাকে সতর্ক করবে ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। প্রতিদিন কতো সংখ্যক ভিডিও টিকটক যাচাই করে এবং কীভাবে এই ভিডিওগুলো বাছাই করা হয়, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। যদিও, প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানিয়েছেন, সাধারণত নির্বাচন, টিকা এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ের ভিডিওগুলোর সত্যতা যাচাই করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইনস্টাগ্রামে ডিলিট ছবি, ভিডিও ফিরিয়ে আনবেন যেভাবে
পরবর্তী নিবন্ধরিজার্ভ ফের ৪৩ বিলিয়ন ডলার ছাড়াল