বাংলাদেশ মহিলা সমিতি ডিবেটিং সোসাইটির উদ্যোগে আন্ত:ক্লাস বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে স্পিকার ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি ও বিডিএফ-এর প্রধান উপদেষ্টা সাইফ চৌধুরী। প্রতিযোগিতার বিভিন্ন ক্লাসের বারোটি দল অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে মাস্টারদা সূর্যসেন দলকে হারিয়ে আহমেদ ছফা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। সংসদীয় ধারায় এই বিতর্কের বিষয় ‘এই সংসদ মনে করে জাতিসংঘ তার দায়িত্ব পালনে ব্যর্থ।’ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মাস্টারদা সূর্যসেন দলের বিতর্কিক নূর-ই মুবাশশিরা। সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষিকা খোদেজা বেগম। সাইফ চৌধুরী বলেন, বিতর্কচর্চা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। উন্নয়নের সঠিক পথে অগ্রগামী হতে সহায়তা করে। তাই স্কুল জীবন থেকেই বিতর্ক চর্চার অবদান অনস্বীকার্য। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষিকা ও মডারেটর যথাক্রমে তাহেরুনা বেগম ও মোমেনা বেগমসহ সিইউএসডি-এর সহ-সভাপতি নাফিসা সাদাফ। সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিইউএসডি এবং সহযোগিতায় ছিলেন মুন্নাস একাডেমী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তোবা আহমেদ।