দৃষ্টির আয়োজনে অনুষ্ঠিত হলো স্কুল অব ডিবেটের ৩২তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান। গতকাল শুক্রবার দৃষ্টির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি সাইফ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল এবং সিনিয়র সহ–সভাপতি বনকুসুম বড়ুয়া নূপুর। প্রধান অতিথি বলেন, তোমরা যারা আজ বিতর্কে অংশগ্রহণ করেছো, তোমরা শুধু বক্তব্য রাখোনি, তোমরা চিন্তা করতে শিখেছো, ভিন্নমতকে শ্রদ্ধা করতে শিখেছো, এবং নিজের যুক্তিকে গুছিয়ে উপস্থাপন করতে শিখেছো। এই দক্ষতাগুলো ভবিষ্যতে তোমাদের নেতৃত্বগুণ, কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পথে সহায়ক হবে। মাসুদ বকুল বলেন, এই আয়োজন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়–এটি যুক্তি, চিন্তা ও প্রকাশের এক চমৎকার প্ল্যাটফর্ম। এখান থেকে যারা বের হবে, তারা সমাজে আলোর বার্তা বহন করবে। সাইফ চৌধুরী বলেন, বিতর্ক শুধু ‘জয়’ বা ‘পরাজয়’ নয়–এটি হলো শিখন, বিকাশ ও পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম। তরুণদের যুক্তিবাদী ও বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশে এমন উদ্যোগ সময়োপযোগী ও প্রয়োজনীয়। এবারের সমাবর্তনে ৩২ জন শিক্ষার্থী সফলভাবে কোর্স সম্পন্ন করে সনদ অর্জন করেন। এদের মধ্যে অ্যাওয়ার্ড অব সাকসেস অর্জন করেন ওমেরা ফিদান, ইসমত রাওজা সুবাইতা ও নুসাইবা নাহরীন। আর অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পান আবদুল্লাহ তাহসিন ও আফনান আনজুম নিধি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, দৃষ্টির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না, যুগ্মসম্পাদক রিদওয়ান আলম, বিতর্ক সম্পাদক হোসাইন সামি এবং সদস্য সাদমান আজিজ। সঞ্চালনায় ছিলেন, সাংগঠনিক সম্পাদক ও স্কুল অব ডিবেটের কোর্স কো–অর্ডিনেটর মুন্না মজুমদার। প্রেস বিজ্ঞপ্তি।