রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আগামী ৪ নভেম্বর। এই আয়োজনের প্রস্তুতিমূলক অংশ হিসেবে নগরীর জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল মঙ্গলবার শিক্ষক ও আয়োজকদের মতবিনিময় সভা মিট দ্যা টিচার্স অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী। অতিথি ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের রিজিওনাল ম্যানেজার (চট্টগ্রাম দক্ষিণ) মো. আশরাফুল কবির ও উদ্যোক্তা গোলাম বাকী মাসুদ। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, দৃষ্টির প্রতিষ্ঠাতা সংগঠক মাসুদ বকুল, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না, যুগ্ম সম্পাদক কাজী আরফাত, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার ও বিতর্ক সম্পাদক হোসাইন সামী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী বলেন, বিতর্ক খুবই উপকারী একটি সহশিক্ষা কার্যক্রম যা শিক্ষার্থীদের অন্যায় ও অসামাজিক কার্যক্রম থেকে রক্ষায় ভূমিকা রাখে। বিতর্ক চর্চার ফলাফল সাথে সাথে পাওয়া যায় না, কিন্তু এতে যে নেতৃত্ব ও সঠিক চিন্তা করার চর্চা করা হয় তার ফলাফল জীবনে খুব প্রভাব রাখে। রবির রিজিনাল ম্যানেজার মো. আশরাফুল কবীর বলেন, রবি সবসময় চায়, শিক্ষার্থীরা যেন আপন শক্তিতে নিজের মেধাকে ব্যবহার করে নিজেকে প্রস্ফুটিত করতে পারে। বিতর্কের মত প্লাটফর্ম শিক্ষার্থীদের একটি সুন্দর প্লাটফর্ম তৈরি করে দিচ্ছে জ্ঞান অর্জন ও চর্চার জন্য।
উল্লেখ্য, এই বিতর্ক প্রতিযোগিতায় নগরীর স্বনামধন্য স্কুলগুলো ছাড়াও রাউজান, পটিয়া, আনোয়ারা প্রভৃতি এলাকার স্কুলগুলো অংশগ্রহণ করছে। মোট ৩০টি স্কুল ও ২৪টি বিশ্ববিদ্যালয় নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। মতবিনিময় সভায় প্রতিযোগিতার নিয়মাবলী, বিষয়াবলী ও রূপরেখা নিয়ে শিক্ষক ও আয়োজকদের মধ্যে আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি।