বিতর্ক মনস্কদের কেউ ভুল পথে নিতে পারে না

দৃষ্টি স্কুল অব ডিবেটের অনুষ্ঠানে বক্তারা

| সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ১১:২০ পূর্বাহ্ণ

‘মুক্তির জন্য যুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে দৃষ্টি স্কুল অব ডিবেটের ২৬তম ব্যাচের উদ্বোধন গত শনিবার বিকেলে দৃষ্টি চট্টগ্রামের সাফিয়া গাজী লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সহ-সভাপতি সাইফ চৌধুরী, সহ-সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর, শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল। বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কাজী আরফাত, উপ-সম্পাদক হোসাইন সামী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংস্কৃতিক ও বিতর্ক মনস্কদের কেউ কখনো ভুল পথে প্রলুব্ধ করতে পারে না। দৃষ্টি সবার সুপ্ত প্রতিভাকে সঠিক পথে বিকশিত করে সত্যিকারের বিতার্কিক ও প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সহায়তা করছে। সভাপতির বক্তব্যে মাসুদ বকুল বলেন, দৃষ্টি নিরবছিন্নভাবে সমাজে যুক্তিবাদী প্রজন্ম উপহার দিচ্ছে, সংস্কৃতিমনা মানুষ তৈরি করছে। আর আমরা এইজন্য টার্গেট করেছি স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের কারণ এরাই আমাদের ভবিষ্যৎ। আর দৃষ্টি বিশ্বাস করে যতদিন ভবিষ্যৎ প্রজন্ম সংস্কৃতিমনা ও যুক্তিবাদী হবে ততদিন বাংলাদেশ পথ হারাবে না। ৪ মাস ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বাংলা মাধ্যমের ১৫টি স্কুলের ৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাদার্ন ভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগে বিদায়-বরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধকম্পিউটার সায়েন্স বিভাগে উইন্টার টেক ফেস্ট