দৃষ্টি চট্টগ্রামের স্কুল অফ ডিবেটের ৩১ তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান স্থানীয় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর শিক্ষার্থীদের মাঝে সনদ এবং বেস্ট এওয়ার্ড ট্রফি বিতরণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৃষ্টির সহ-সভাপতি শহিদুল ইসলাম, দৃষ্টি চট্টগ্রামের সহ-সভাপতি, বিতার্কিক ও তরুণ উদ্যোক্তা সাবের শাহ ও সাধারণ সম্পাদক ও সাবেক বিতার্কিক সাইফুদ্দিন মুন্না, দৃষ্টির সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠান সমন্বয়কারী মুন্না মজুমদার, দৃষ্টির বিতর্ক সম্পাদক সামি, ইতু দত্ত ও ডা: ইয়াসিন সাকিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৃষ্টির চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাসান আকবর বলেন, দৃষ্টির স্কুল অফ ডিবেট এ অংশগ্রহণকারীরা যুক্তির শক্তি, ভাষার শৈলী ও তথ্যের সঠিক ব্যবহারের মাধ্যমে দক্ষ বিতার্কিক হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবেন। বিতর্ক শুধু যুক্তি-তর্কের খেলা নয়; এটি আমাদের চিন্তাভাবনার বিকাশ ঘটায়, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শক্তি দেয়।
আমি সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানাই এবং আশাবাদী যে তারা এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে কাজে লাগাবে।
দৃষ্টির সভাপতি সাইফ চৌধুরী বলেন যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতা বিকাশের জন্য বিতর্ক একটি অপরিহার্য মাধ্যম। বর্তমান সমাজে তথ্যের প্রাচুর্যের মধ্যে সত্য ও মিথ্যার পার্থক্য নির্ধারণ করা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, যা বিতর্কের মাধ্যমে অর্জন করা যায়।
দৃষ্টির সহ-সভাপতি শহীদুল্ ইসলাম বলেন, আপনারা সত্যের সন্ধান করবেন, ন্যায়ের পক্ষে দাঁড়াবেন, আর যুক্তির আলোয় পথ চলতে বিতর্ক অন্যতম মাধ্যম।
দৃষ্টির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না বলেন, আমাদের এই আয়োজনের প্রধান লক্ষ্য ছিল বিতর্কের মাধ্যমে যুক্তিবাদী, বিশ্লেষণধর্মী এবং মুক্তচিন্তার মানুষ তৈরি করা। দৃষ্টি স্কুল অফ ৩১ তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী সফলতার সঙ্গে তাদের বিতর্ক কার্যক্রম সমাপ্ত করেন। বাংলা ভার্সনে এওয়ার্ড অফ এক্সিলেন্স অর্জন করে জিহান মাহজাবিন, হুমাইরা ইয়াসমিন, মোবাশ্বিরা আদিবা ও ইংরেজি ভার্সনে এওয়ার্ড অফ এক্সিলেন্স পান তাসনিয়া আহমেদ আতিফাহ।
বাংলা ভার্সনে এওয়ার্ড অফ সাকসেস অর্জন করেন ফারিয়া আনোয়ারা অধরা, ফারিহা সুলতানা স্মৃতি, ওয়াকিয়া তাবাসসুম আহমেদ ও জেবা তাহসিন। ইংরেজি ভার্সনে এওয়ার্ড অফ এক্সিলেন্স অর্জন করেন প্রজ্ঞা দেবনাথ, তাপসিয়া আনোয়ার ও মুফতাসির বিন সালাম।এডভান্স ব্যাচে এওয়ার্ড অফ সাকসেস পান নাজিফা তাজরিয়ান ও তাজরিয়ান মাহমুদ।