বিডিএসে ১শ বছর এগিয়ে যাবে বাংলাদেশ

আনোয়ারায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধনে ভূমিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, ভূমি জরিপের আগের ম্যানুয়াল পদ্ধতি এখন ডিজিটাল করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল যুগে প্রবেশ করে বিডিএসের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় বিশাল পরিবর্তন হলো। এর মাধ্যমে বাংলাদেশ ১০০ বছর এগিয়ে যাবে।
গতকাল শনিবার দুপুর ১২টায় আনোয়ারা উপজেলার বারশত ও রায়পুর ইউনিয়নে ডিজিটাল ভূমি জরিপ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম জোনাল সেটেলমেন্ট অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলার জৈদ্দারহাট চত্বরে এ অনুষ্ঠান হয়। ভূমিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় ৩০ বছরের পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। এটি ধাপে ধাপে হালনাগাদ করা যাবে, কিন্তু আর পরিবর্তন করতে হবে না। কারণ ডিজিটাল জরিপে ভুল হতে পারে না। আর ভুল হলেও আপিল করে খুব সহজে সংশোধন করা যাবে।
তিনি বলেন, ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম এমনভাবে বাস্তবায়ন করা হবে, যাতে নিয়ম বহির্ভূতভাবে কোনো প্রভাবশালী আগের মত অন্যের সম্পত্তি দখলে রাখতে পারবে না। এজন্য ভূমি দখলস্বত্ব আইন পরিবর্তন করা হবে। জরিপ কার্যক্রমে ভুলত্রুটি হলে তা দ্রুত সংশোধনের ব্যবস্থা রাখা হয়েছে। অচিরেই দেশের বিভিন্ন উপজেলার পাশাপাশি বারশত ও রায়পুর ইউনিয়নের জন্য নতুন ভূমি অফিস চালু করা হবে বলে ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক ও যুগ্ম সচিব এটিএম নাসির মিয়া, অনলাইন ম্যানেজমেন্ট এন্ড সার্ভে সফটওয়্যারের উদ্ভাবক উপসচিব মো. মুমিনুর রশীদ, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ইউএনও শেখ জোবায়ের আহমেদ, এসিল্যান্ড তানভীর হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মালেক, ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী, ব্যক্তিগত সচিব ইমরান হোসেন বাবু, জাফর উদ্দিন চৌধুরী, ফজলুল করিম চৌধুরী, সুগ্রীব মজুমদার দোলন, আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, হাফেজ আবুল হাসান কাশেম, চেয়ারম্যানদের মধ্যে মো. সোলাইমান, ইয়াছিন হিরু, জানে আলম, অসীম কুমার দেব, এমএ কাইয়ুম শাহ, আমিন শরিফ, মহিউদ্দিন, শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ১১৭ জন শনাক্ত
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৭