বিডা এন্ট্রিপ্রিনিয়র এসোসিয়েশন চট্টগ্রামের সভা

| বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৩৯ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত নতুন উদ্যোক্তাদের নিয়ে ইএসডিপির চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার প্রতিনিধি নিয়ে গঠিত ‘বিডা এন্ট্রিপ্রিনিয়র এসোসিয়েশন অব বাংলাদেশ’ চট্টগ্রাম বিভাগের সভা গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইএসডিপির প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তা শেখ নজরুল ইসলাম মাহমুদ।
এতে বক্তব্য রাখেন মোহাম্মদ মামুন আকবর চৌধুরী, এস এম রোকন উদ্দিন, মোহাম্মদ আলমগীর, রবিউল হাসান চৌধুরী, আজমিরী বেগম, জাহানারা আকতার রোজী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, অন্তু কুমার রায়, আরফাতাতুর রহমান ইমন, জয় প্রকাশ পাল, টিনা বড়ুয়া, মো. মুসলিম আলী জনি, ফারুক হাসান প্রমুখ।
বক্তারা বাংলাদেশে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প হাতে নেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সেইসাথে বিদেশের মতো স্বল্পসুদে, উদ্যোক্তাদের বিনাশর্তে লোন দেয়ার জন্য প্রধানমন্ত্রী বরাবরে আবেদন জানান। সভায় বেতার টিভি শিল্পী শেখ নজরুল ইসলাম মাহমুদকে সভাপতি এবং মোহাম্মদ মামুন আকবর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১১টি জেলা থেকে প্রতিনিধি নিয়ে আগামী তিন বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবাদীদের হাত থেকে বাঁচাতে হবে সংগঠনকে
পরবর্তী নিবন্ধপ্রীতিলতার আত্মত্যাগ নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে