বিটিভিতে ফিরছে ‘হীরামন’

| সোমবার , ১১ এপ্রিল, ২০২২ at ৭:২৫ পূর্বাহ্ণ

আশির দশকে প্রচারিত জনপ্রিয় আলেখ্য অনুষ্ঠান ‘হীরামন’ নতুন আঙ্গিকে ফিরছে বাংলাদেশ টেলিভিশনে। বিটিভির মহাব্যবস্থাপক নাসির মাহমুদ জানান, নতুন আয়োজনে বিটিভির স্টুডিওতে অনুষ্ঠানটির দৃশ্যধারণ চলছে, শিগগিরই প্রচার শুরু করবেন তারা। খবর বিডিনিউজের।
বিটিভির প্রযোজক মুসা আহমেদের প্রযোজনায় আশির দশকে লোককাহিনী অবলম্বনে নির্মিত অনুষ্ঠানটি প্রচারের পর আলোচিত হয়েছিল। ‘মালতি লতা’, ‘অভাগিনী’, ‘মলুয়া’সহ বিভিন্ন পর্বে সেই সময়ে জনপ্রিয় অভিনয়শিল্পীদের দেখা গেছে।
নতুন আয়োজনে পুরানোদের কেউ থাকছে কি না-এমন প্রশ্নের জবাবে নাসির মাহমুদ জানালেন, তখন যারা ছিলেন তাদের সবারই চাকরির মেয়াদ ফুরিয়েছে, ফলে তাদের পাওয়া কঠিন। ফলে এখন যারা বিটিভিতে তারাই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন।
অনুষ্ঠানটি নিয়ে বিস্তারিত জানাতে রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বিটিভি। এর আগে করোনাভাইরাস মহামারীর মধ্যে ‘এই সব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’র মতো পুরানো সিরিয়াল প্রচারের উদ্যোগ নিয়েছিল বিটিভি। তবে সেগুলোর নতুন ধরে ধারণ করা হয়নি, পুরানো অনুষ্ঠানই প্রচার করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধযেখানেই যান, অঘটন ঘটান অপূর্ব!
পরবর্তী নিবন্ধফের ফারুকের মৃত্যুর গুজব, বিরক্ত পরিবার