একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘ভাষার ফেরিওয়ালা’। টেলিফিল্মটি রচনা করেছেন এন নাহার এবং পরিচালনা করেছেন কবীর বাবু। দীর্ঘ বিদেশ যাপনের পর একদিন প্রাণের টানে দেশে ফিরে আসেন মারুফ আহমেদ। একটা যুদ্ধের মাধ্যমে ঝলসানো এদেশের মস্তিষ্ক তখন নতুন অবয়ব, নতুন স্বাদ-বর্ণ-গন্ধে জড়ানো। বাঙালির এক সময়ের উর্বর মেধা-মনন যুদ্ধের এতটা বছর পর নিঃস্ব। দেশে ফিরে এসবের সংস্পর্শে হতাশ হন মারুফ। কিন্তু কিছু একটা করার নৈতিক তাড়নায় শুরু করেন লেখালেখি। তার লেখা উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ ও গবেষণায় নীরবে ক্লান্তিহীনভাবে লিখে চলেন মাতৃভাষা বাংলার এগিয়ে যাওয়ার গল্প। সেই গল্পই তুলে ধরা হয়েছে ‘ভাষার ফেরিওয়ালা’ টেলিফিল্মে। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ ইকবাল হায়দার, এস এ রহিম, কুদ্দুস মাখন, সরোজ আহমেদ, ইয়াকুব রাসেল, তানভির আহমেদ, মহাশ্বেতা দাশ, শারমিন আক্তার প্রমুখ। ‘ভাষার ফেরিওয়ালা’ টেলিফিল্মটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হবে কাল ২১ ফেব্রুয়ারি রাত ১০টার ইংরেজি সংবাদ বুলেটিনের পর। প্রেস বিজ্ঞপ্তি।