বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ‘একুশ মানে মাথা নত না করা’

| মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:১৭ পূর্বাহ্ণ

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘একুশ মানে মাথা নত না করা’। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এবং একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ড. হরিশংকর জলদাস। গুণী এ দুজন আলোচকের কথার ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করেন তরুণ দুই শিল্পী সৃষ্টি বড়ুয়া ও রনি গুহ। সেই সাথে আবৃত্তিতে ছিলেন মুজাহিদুল ইসলাম ও লুবাবা ফেরদৌসী সায়কা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানমালায় এটি প্রচারিত হবে। ‘একুশ মানে মাথা নত না করা’ শিরোনামের অনুষ্ঠানটি পরিকল্পনা ও প্রযোজনা করেছেন রোমানা শারমীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআকবর শাহ থানায় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধকৃষি জমির টপসয়েল ও টিলা কাটায় লোহাগাড়ায় দেড় লাখ টাকা জরিমানা