লিঙ্কন বহু গুণে গুণান্বিত এক তরুণ। বছর কয়েক আগে পছন্দ করে বিয়ে করেছে সোনিয়াকে। ভাল একটা চাকরিও করে। মন্দের বাজারে দু’বেলা ডালভাতে নিশ্চিত জীবন তার। চাকরিটাকে টিকিয়ে রাখতে লিঙ্কন এ পর্যন্ত অনেক কিছু করেছে। দিনরাত পরিশ্রম, চারিত্রিক টুকিটাকি বিসর্জন, বিবিধ কম্প্রোমাইজ। এদেশের সব চাকরিজীবীর মতো একটু ভালো জীবনযাপন ও পেশার উন্নতির আশায় এসব ছিল লিঙ্কনের প্রতিদিনের রুটিন ওয়ার্ক। এত আত্মত্যাগের পরও কি লিঙ্কন চাকরির বাজারে তার যথার্থ মূল্যায়ন পাচ্ছে? হয়তো পাচ্ছে, হয়তো পাচ্ছে না এমন জটিলতায় ক্লান্ত লিঙ্কন আর অঙ্ক কষতে চায় না। সে উদ্বিগ্ন হয়। শেষ পর্যন্ত এদেশে কিছু হবে না এই চিন্তাধারায় স্বেচ্ছায় চাকরিতে ইস্তফা দেয়। অতপর সোনিয়াকে নিয়ে বড়লোক শ^শুরের অভয়াশ্রমে গিয়ে হাজির। উদ্দেশ্য একটা আধুনিক উন্নত দেশে প্রত্যাবর্তন।
এন নাহার-এর রচনায় ও কবীর বাবু’র পরিচালনায় এই টেলিফিল্মে অভিনয় করেছেন পংকজ বৈদ্য সুজন, এস এ রহিম, সাজ্জাদ সাজু, ইরফান রনি, মিলা নোভা, মিনা ত্রিষানা, মাসুউদ আহমেদ, উর্মিলা।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে টেলিফিল্মটি প্রচারিত হবে ঈদের দিন রাত ৯টায় ইংরেজি সংবাদ বুলেটিনের পর।