বিজয়’৭১ সঙ্গীত একাডেমির অভিষেক

| শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৭:৪৫ পূর্বাহ্ণ

বিজয়’৭১ সঙ্গীত একাডেমির নবগঠিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. সেলিম নুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বিজয়’৭১ এর স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি। শিমলা চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন গেরিলা বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ, লায়ন ডা. আর. কে রুবেল, সৈয়দ আবদুর নুর।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার দে। বক্তব্য রাখেন ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, শিল্পী কল্যাণী ঘোষ, আবদুর রহিম, জসিম উদ্দিন চৌধুরী, শিমুল শীল, মানু মজুমদার, গীতা আচার্য্য, নিকেলেশ বড়ুয়া, আবছার উদ্দিন অলি, সীমা দাশ, সৃজন কান্তি পাল, শিমলী দাশ, পাপড়ী ভট্টাচার্য্য, রিটন দাশ, ডা. অপূর্ব ধর, নীলা বোস, ডা. এস. কে পাল সুজন, ইলিয়াস রিপন, সোমা মুৎসুদ্দী, সমীরন পাল, ডা. মনির আজাদ, শম্পা চৌধুরী, শহিদুল হক বাবলু, মো. তিতাস প্রমুখ।

সংবর্ধিত অতিথি ছিলেন তরুণ কুমার আচার্য্য, ডা. বরুণ কুমার আচার্য্য, অরুপ আচার্য্য, রাজীব আচার্য্য, এক্টর গোবিন্দ। প্রধান অতিথি বলেন, চট্টগ্রামের সংস্কৃতি এখন বিশ্বব্যাপী পরিচিত। সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র চট্টগ্রাম থেকে আজ সারা বিশ্বে চট্টগ্রামের শিল্পীরা সুনামের সাথে সঙ্গীত চর্চার অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। যা আমাদের জন্য গৌরবের বিষয়। এখানকার শিল্প, সাহিত্য, সংস্কৃতি যেন হৃদয় ছুঁয়ে যায়। সাংবাদিক জাহিদুল করিম কচি বলেন, চট্টগ্রামকে এগিয়ে নিতে সংস্কৃতি চর্চার গতিশীলতা বাড়াতে হবে। এখানকার শিল্পীদের মেধা, মনন ও সৃজনশীলতা যথাযথভাবে কাজে লাগাতে পারলে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গন আরো সমৃদ্ধ হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনোবেলের প্রথম বিজ্ঞাপনচিত্র আজও সমপ্রচার হয়নি!
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২২.৬১ কোটি টাকা