চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ঘরে ঘরে শত্রু তৈরি হয়েছে, তারা জাতির কাছে অপরাধী হয়ে থাকবে। আমরা যারা অভিভাবক আমাদের সন্তানদের সুসন্তান হিসেবে পরিচর্যা করতে হবে, তারা যেন বিপথগামী না হয়। বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নির্মূল করতে হবে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ইপিজেড থানা আওয়ামী লীগের আয়োজিত জঙ্গিবাদী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নইম উদ্দীন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। ইপিজেড থানা আওয়ামী লীগের আহবায়ক হারুনুর রশিদের সভাপতিত্বে ও আসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, মশিউর রহমান চৌধুরী, মো. হোসেন, জহুর আহমদ, আব্দুল আহাদ, রোটারিয়ান ইলিয়াছ, আব্দুল হালিম, আবু তাহের, হাজী ইলিয়াছ, রেজাউল করিম কায়সার, সালেহ আহমদ চৌধুরী, আব্দুল বারেক কোম্পানী, হাসান মুরাদ, জয়নাল আবেদীন আজাদ, আকবর হোসেন, হাজী হাসান, জিয়াউল হক সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।