বছর ঘুরে এলো বিজয়
১৬ই ডিসেম্বর তার নাম।
লাল সবুজের রক্তাক্ত
বিজয় নিশান তার নাম।
বিজয় দিবস এলে পরে
শহীদদের স্মরণে
শহীদ মিনারের পদতলে
ফুল দেয় স্মরণে।
বিজয়ের পতাকা উড়ে
আকাশে বাতাসে
আনন্দ উল্লাসে গান গায়
ভেসে যায় বাতাসে।
বীর শহীদদের স্মরণ করে
আমার বাংলাদেশ
নদী নালা খাল বিল শহীদ
রক্তে কিনা দেশ।








