শারদীয় দুর্গোৎসবের আজ শেষ দিন, বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। গতকাল মহানবমীর রাতে বৃষ্টি উপেক্ষা করে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে নারী পুরুষ শিশুসহ সব বয়েসী ভক্তদের ঢল নামে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবের মহানবমীর এই দিনে আনন্দের মাঝেও বিষাদের ছায়া পড়ে দেবী ভক্তদের মনে। কারণ মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার ক্ষণ। অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকেন। এদিনই দুর্গাপূজার অন্তিম দিন। কারণ এরপরই বিজয়া দশমীতে বিসর্জনের পর্ব। দেবী দুর্গা দশমী পূজা শেষেই কৈলাসে ফিরে যাবেন। তাই মঙ্গলবার মহানবমীর রাতে শারদীয় উৎসবের শেষ রাত হিসেবে মণ্ডপে মণ্ডপে বেজে উঠে বিষাদের সুর।
আজ বিজয়া দশমীর সকালেই দশ উপাচারে দেবীর বিহিত পূজা ও দর্পণ বিসর্জন সম্পন্ন হবে। এর মধ্য দিয়েই শেষ হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। পরে দেবীর চরণে ফুল, সিঁদুর, বেলপাতা ও মিষ্টি দিয়ে বিভিন্ন আচার পালন করা হয়। লাল রঙকে শক্তির প্রতীক হিসেবে মনে করে নারীরা একে অপরের মাথায় সিঁদুর ছোঁয়ান। দীর্ঘায়ু কামনা করেন পরিবারের সদস্যদের।
নানা মাঙ্গলিক আচারের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার মহানবমী উদযাপিত হয়েছে। আজ বুধবার শুভ বিজয়া দশমী। দশমীর পুজো শেষে হবে প্রতিমা বিসর্জন, অশ্রুশিক্ত চোখে ভক্তরা বিদায় দেবেন দেবী দুর্গাকে। এর পর অপেক্ষায় থাকবে সামনের বছরের জন্য। চন্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে গত ১ অক্টোবর থেকে পাঁচদিনব্যাপী শুরু হয় বাঙালি হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দেবী এসেছেন গজে, যাবেন নৌকায় চড়ে। আজ ৫ অক্টোবর বুধবার সকাল ৮টা ৫০ মিনিটের মধ্যে শ্রীশ্রী দুর্গা দেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা ও শান্তিজল প্রদান করা হবে। দর্পণ বিসর্জনের পর বিকেলে দেবী দুর্গা ও অন্যান্য দেব-দেবীর বিসর্জন দেওয়া হবে। এর মধ্য দিয়ে দেবী মর্ত্য ছেড়ে স্বর্গে ফিরবেন। প্রতি বছরের মতো এবারও নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিজয়া দশমীর পূজার পরপরই দুপুরের পর থেকে নগরীর প্রতিটি মণ্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা গুলো বিসর্জনের জন্য নেয়া হবে পতেঙ্গা সমুদ্র সৈকতে। বিজয়া দশমী উপলক্ষে আজ বুধবার সরকারি ছুটির দিন।
চসিকের প্রস্তুতি: শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের জন্য পতেঙ্গা সমুদ্র সৈকতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ বুধবার বিকাল ৩টায় সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রতিমা বিসর্জনের সুবিধার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পতেঙ্গা সমুদ্র সৈকতে প্যান্ডেল ও মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানীয় জলের ব্যবস্থা, মেডিকেল টিমসহ সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিমা বিসর্জন যাতে সুন্দর ও শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে সুসম্পন্ন হয়, সে জন্য পুজারী, ভক্ত, দর্শনার্থীসহ পূজা কমিটির নেতৃবৃন্দের প্রতি চসিকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।











