বিজয় একটি আনন্দ
এক অবাধ হাসির মুখ।
লাল সবুজের পতাকায়
উন্মোচিত ভালবাসার তাগিদ,
স্বার্থের উর্ধ্বে থেকে মানবিকতার
মহান সন্নিবেশ।
বিজয় মানেই ছোট্ট শিশুর
নিরাপদ আবাস,
নিরাপদ হাসি।
সেই বিজয়ের তরে যেন
নিবেদিত হই।
সেই বিজয় যেন আসে ফিরে
বারে বারে এই দেশে
আমাদের হৃদয়ে,
মনুষ্যত্ব বেশে।
কল্যাণের তরে যেন হয়
উৎসর্গে জীবন,
প্রতিদানে হৃদয় মাঝে
সূর্য আলোর প্রতিচ্ছবি,
মায়ের নির্ভার আঁচল
মুখের পরে মুখ।