বিজ্ঞানমনস্ক জাতি গঠন করতে হবে

বিজ্ঞান মেলার উদ্বোধনে জেলা প্রশাসক

| সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

‘৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২’ উদযাপন উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি সকালে নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান। এ সময় তিনি বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠন করতে পারলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব।
দুইদিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে পৃথক দুটি ভেন্যু কাজেম আলী স্কুল অ্যন্ড কলেজ এবং ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে। প্রত্যেক ভেন্যুতে ৬০টি করে মোট ১২০টি প্রকল্প প্রদর্শিত হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য অর্জনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আপনাদের মতোই শিক্ষার্থী। আপনারাই আগামী দিনের বাংলাদেশ। আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। সেটি পূর্ণ হয়েছে। আমাদের স্বপ্ন এখন ভিশন ৪১। যারা এ ভিশন বাস্তবায়ন করবেন তারা আমার সামনে। আপনাদের সৃজনশীল কর্মদক্ষতায় এগিয়ে যাবে দেশ। যা সম্ভব হবে শিক্ষার্থীদের বিজ্ঞাননির্ভর শিক্ষা ও গবেষণা চর্চার মাধ্যমে। শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদের অনেক বড় দায়িত্ব রয়েছে। আপনাদের কথাকেই শিক্ষার্থীরা অভিভাবকের চেয়ে বেশি মূল্যায়ন করে। তাই সঠিক শিক্ষাটা দিতে হবে। যাতে তারা সঠিক বিষয়টি নিয়ে সামনে এগিয়ে যেতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম।

পূর্ববর্তী নিবন্ধরুমঘাটায় গণটিকা কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ডায়মন্ড সিমেন্টের ডিলার সম্মেলন